আন্তর্জাতিকসর্বশেষ

খোলামেলা পোশাক পরায় নারীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা

iran_pickynews

পোষাক বিধি লঙ্ঘন করে ‘জনসম্মুখে সরকারি নৈতিকতা আইন’ লঙ্ঘনের দায়ে ইরানে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে। সেই সঙ্গে হিজাব না পরায় তাকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দেশটির বিচারবিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মিজান অনলাইনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোয়া হেশমাতি নামের এক নারীকে জনসম্মুখে সরকারি নৈতিকতা আইন লঙ্ঘনের দায়ে ইরানি আইন ও শরীয়া বিধান অনুযায়ী ৭৪ বার বেত্রাঘাত ও মাথা ঢেকে না রাখায় জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। দেশটিতে বেত্রাঘাতের সাজা অস্বাভাবিক হলেও ২০২২ সালের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় তা বেড়ে যায়। পরে দেশটির সরকারি কর্মকর্তারা পোষাক বিধি লঙ্ঘনকারীদের ক্রমবর্ধমান হারে দমনে অভিযান শুরু করে।

Related posts

দেশের বাজারে মার্সিডিজ-বেঞ্জ বাসের চেসিস

Rubaiya Tasnim

জাতিসংঘ স্কুলে এআই টুলের জন্য বয়স সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছে

Megh Bristy

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সোহানুর রহমান সোহান

Rubaiya Tasnim

Leave a Comment