টেক নিউজবিশেষ সংবাদসর্বশেষসারাদেশ

আন-অফিসিয়াল মোবাইল ফোন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

আন-অফিসিয়াল মোবাইল ফোন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

নিবন্ধনহীন সব মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ডেটাবেইস এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই।’

‘পরিচয়’ ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিস এর মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই সেবাকে আরও সহজলভ্য করতে প্রতিটি ডেটাবেইস একটির সঙ্গে আরেকটির ইন্টার–অপারেবল করা দরকার।’

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

Related posts

বঙ্গবাজার : চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Suborna Islam

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৩ তম ডিএসএস পদে জনবল নিয়োগ

Asma Akter

জেনে নিন সন্তানদের কত বছর পর্যন্ত দুধ পান করাবেন

Asma Akter

Leave a Comment