চাকরির খবরসর্বশেষ

২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা

২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর পরীক্ষার্থীরা অংশ নেবেন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলী।

জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে নেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হচ্ছে

এর আগে ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫।

Related posts

প্রধান শিক্ষক নিখোঁজ ! বরগুনায় ৩ মাস ধরে

Megh Bristy

ট্রেনের ৩২ ডিসেম্বরের টিকিট পাওয়া যাচ্ছে

Samar Khan

সমুদ্রের নিচে যেভাবে ভূমিকম্প হয়

Rubaiya Tasnim

Leave a Comment