বিনোদন

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ নিষিদ্ধ পাঁচ দেশে

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ নিষিদ্ধ পাঁচ দেশে

আগামীকাল ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া বলিউড অভিনেতা হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ ছবি পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে। মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলো এ ঘোষণা দিয়েছে।

জানা গেছে, গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। পরে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না এটি।

কারণ প্রসঙ্গে এ প্রতিবেদনে জানানো হয়েছে, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা অজানা। তবে সিনেমাটিতে এমন কিছু তারা পেয়েছেন যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে।

ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো— কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান। উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন ঘরানার এ সিনেমার হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

Related posts

তা হলে কি সংসার ভাঙছে ঐশ্বরিয়ার!

Samar Khan

সাদিয়া পারভীন পপির অপেক্ষায়…

Rishita Rupa

দাম্পত জীবনে সুখী হতে যে ৫ অভ্যাস প্রয়োজন

Mehedi Hasan

Leave a Comment