সর্বশেষসারাদেশ

সুয়ারেজ লাইনে আটকা দুই শিশু উদ্ধার, ৯৯৯-এ ফোন

সুয়ারেজ লাইনে আটকা দুই শিশু উদ্ধার, ৯৯৯-এ ফোন

৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন থেকে দুই কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের কোতোয়ালি থানার শুঁটকি পট্টি এলাকায় ছিঁচকে চোর সন্দেহে দুই কিশোরকে ধাওয়া দিলে তারা ভয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে। দৌড়ে লাইনের ভেতরে অনেক দূরে পর্যন্ত চলে যায় তারা। এরপর বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খোকন নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। পরে কনস্টেবল মাইনুল তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। একই সঙ্গে কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়।

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাতের স্ল্যাব খুলে ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে উদ্ধার করে।

Related posts

আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি

Megh Bristy

বিল গেটসের সন্তানেরা কে কোথায়, কী করেন তাঁরা?

Megh Bristy

স্মার্ট প্যান্ট, চেইন খুললেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন!

Suborna Islam

Leave a Comment