বাংলাদেশেসর্বশেষ

৫ লাখ টাকায় বিক্রি ২৫ কেজি ওজনের একটি জাভা ভোল মাছ

৫ লাখ টাকায় বিক্রি ২৫ কেজি ওজনের একটি জাভা ভোল মাছ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ২৫ কেজি ওজনের একটি জাভা ভোল মাছ ধরা পড়েছে। এই মাছটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মোংলা বন্দরের ব্যবসায়ী বেলায়েত সরদার পাঁচ লাখ টাকায় মাছটি কিনে নেন।

এর আগে, রবিবার (১১ ফেব্রুয়ারি) মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকায় শুকুর আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম।

এ বিষয়ে জেলে শুকুর আলী বলেন, ‘কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাছের দাম বলে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরো অনেক বেশি হওয়ায় আমি তখন বিক্রি করিনি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে মোংলা থেকে মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার আমার সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে নেন।’

ক্রেতা বেলায়েত সরদার বলেন, ‘সংবাদ মাধ্যমে জানতে পারি এক জেলে বড় একটি মাছ পেয়েছেন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটির দাম অর্ধেক বলেছেন। পরে আমি জেলের সঙ্গে কথা বলে মাছটি কিনি।’

তিনি বলেন, ‘জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। ঔষধিগুণের কারণে এ মাছের এতো দাম। বিদেশি ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যান্সারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।’

আরো পড়ুন: ১৩ বছর ডিভোর্সের, তবুও কেন স্বামীর পদবি ব্যবহার করেন জয়া!

Related posts

আন-অফিসিয়াল মোবাইল ফোন বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

Samar Khan

ঢাকা সহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, নামল শীত

Megh Bristy

নামাজের সময়সূচি: ৩ ফেব্রুয়ারি ২০২৪

Asma Akter

Leave a Comment