খেলাসর্বশেষ

ইরানের পথে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল

ইরানের পথে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল

ইরানের পথে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিতে ইরানের পথে স্বর্ণজয়ী ইমরানুরসহ বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। সকালে ঢাকা ছাড়ে তারা।

আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি তেহরানে হবে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট।

গত বছর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিয়ে প্রথমবার বাংলাদেশকে স্বর্ণজয়ের গৌরব এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। ৬০মিটার স্প্রিন্টে জিতেছিলেন স্বর্ণ। এবারো শ্রেষ্ঠত্য ধরে রাখার প্রত্যাশা ইমরানুরের। এই ইভেন্টে আরো খেলবেন রাকিবুল হাসান। ৬০ মিটার স্প্রিন্টে নারীদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিরিন আক্তার।

সর্বশেষ জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন ইমরানুর ও শিরিন। এই সাফল্য তেহরানে এশিয়ান ইনডোরের জন্য বড় অনুপ্রেরণা মনে করছেন তারা। এছাড়াও ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান ও হাইজাম্পে লড়বেন মাহফুজুর রহমান।

আরো পড়ুন: ১৩ বছর ডিভোর্সের, তবুও কেন স্বামীর পদবি ব্যবহার করেন জয়া!

Related posts

নামাজের সময়সূচি: ২৫ ফেব্রুয়ারি ২০২৪

Asma Akter

গায়ে দিচ্ছে বৈদ্যুতিক জ্যাকেট শীত কমানোর জন্য

Rubaiya Tasnim

নামাজের সময়সূচি: ৪ মার্চ ২০২৪

Asma Akter

Leave a Comment