রেসিপি

বেলের শরবত স্বাস্থ্যের জন্য অনেক উপকারী

pickynews24

তাপমাত্রার পারদ উপরে উঠতে শুরু করেছে। রোদে চলাফেরা করায় এখন দায়। এ সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলেই মুহূর্তেই মিলবে প্রশান্তি। বেলের শরবত স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

প্রাচীনকাল থেকেই স্বাস্থ্যরক্ষায় বেলের ব্যবহার হয়ে আসছে। কোষ্ঠকাঠিন্য সারানো থেকে শুরু করে আলসার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও দারুণ কার্যকরী হলো বেল। এ সময় নিয়মিত খেতে পারেন এক গ্লাস বেলের শরবত।

চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. বেল ১টি
২. টকদই ১০০ গ্রাম
৩. তেঁতুল সামান্য
৪. লবণ ও চিনি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। তেঁতুল অল্প পানিতে ভিজিয়ে কাঁথ বের করে নিন। এরপর বেলের মধ্যে টকদই, লবণ, চিনি ও তেঁতুলের কাঁথ ভালো করে মিশিয়ে নিন ব্লেন্ড করে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল দারুন স্বাদের স্বাস্থ্যকর বেলের শরবত। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Related posts

ভাজা পাঁচমিশালি ডালে ডিমের বিকল্প পুষ্টি পাবেন।

Asma Akter

ঘরে মাত্র ৬ উপকরণেই তৈরি করতে পারবেন কমলা ভোগ মিষ্টি

Asma Akter

জেনে নিন কিভাবে খুব সহজে প্রেশার কুকারে ঘি তৈরি করবেন

Asma Akter

Leave a Comment