তথ্যপ্রযুক্তি

৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

pickynews24

ছয় মাসের মধ্যে দেশের ৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আওতায় ছয় মাসের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান দেশের ৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এজন্য কীভাবে এবং কী কী জিনিস প্রয়োজন হবে, কত অর্থের প্রয়োজন তা লিখিত আকারে সাতদিনের মধ্যে ডাক বিভাগের কর্মকর্তারা পাঠাবেন।

শনিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে কুষ্টিয়ার প্রধান ডাকঘর চত্বরে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ডাকভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আমিনুর রহমান, কুষ্টিয়া ডেপুটি পোস্টমাস্টার মিরাজুল হক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ইএমসি) খন্দকার মাহবুব হোসেন, কুষ্টিয়া প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী কালিশংকপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Related posts

Apple Airpods Pro 26,900 টাকার মধ্যেই

Rubaiya Tasnim

ফেসবুক প্রোফাইলে ডাকনাম যোগ করবেন যেভাবে

Suborna Islam

বৈদ্যুতিক বাইকে আগুন লাগলে তাৎক্ষণিক যা করবেন

Asma Akter

Leave a Comment