আন্তর্জাতিকইসলাম ধর্মবিশ্বসর্বশেষসারাদেশ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আরব আমিরাতে 

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আরব আমিরাতে 

 

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।

রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘কাকতালীয়ভাবে’ শাওয়ালের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই চাঁদটি পরের দিন ৯ এপ্রিল অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে দেখা যাবে।

এ বিষয়ে আরব আমিরাতের জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল (বুধবার) শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে।

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজান মাসজুড়ে রোজা পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শুরু হয় ঈদুল ফিতরের উৎসব। যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন মুসলিমরা।

ঈদের দিন খোলা মাঠ বা বড় জামাতে মুসলমানরা ছয় তাকবিরের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ঈদের নামাজ বলা হয়।

 

Related posts

নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ

Megh Bristy

নামাজের সময়সূচি: ৩ মে ২০২৪

Asma Akter

টাইফয়েড রোগকেও নাকি নিয়ন্ত্রণে আনতে পারে টমেটো

Asma Akter

Leave a Comment