লাইফ স্টাইল

পেট ঠান্ডা রাখার মতো খাবার হলো চিড়ার লাচ্ছি

pickynews24

ইফতারে ভাজাপোড়ার বদলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তেমনই ইফতারে পেট ঠান্ডা রাখার মতো এক খাবার হলো চিড়ার লাচ্ছি। পুষ্টিতে ভরপুর এই লাচ্ছি খেলে গরমে মুহূর্তেই মেলে প্রশান্তি। রইলো রেসিপি-

উপকরণ

১. টকদই ১ কাপ
২. চিড়া আধা কাপ
৩. দুধ ১ কাপ
৪. চিনি ২ টেবিল চামচ
৫. বরফ কুচি পরিমাণমতো ও
৬. পেস্তা বাদাম কুচি গার্নিসের জন্য।

পদ্ধতি

চিড়া ভালো করে ধুয়ে ৫-৭ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। পেস্তা বাদাম কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড নিলেই তৈরি হয়ে যাবে চিড়ার লাচ্ছি।

এবার গ্লাসে ঢেলে উপরে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার চিড়ার লাচ্ছি। টকদইয়ের পরিবর্তে মিষ্টি দই ও ব্যবহার করা যাবে।

 

Related posts

কমে যাচ্ছে মস্তিষ্কের রোগের ঝুঁকি চা ও কফি পানে

Rubaiya Tasnim

যেসব ইনডোর প্ল্যান্ট আপনার ঘরকে দূষণ মুক্ত করবে

Megh Bristy

দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড রোজায় ভিক্ষা করলে

Megh Bristy

Leave a Comment