আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে ওজন পার্কের নিজ বাসায় গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী উইং রোজারিও।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উইং রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এদিকে, নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ছয় মাস আগেও উইং রোজারিওকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উইংয়ের পরিবার।

Related posts

উড়ে গেল বোয়িং বিমানের দরজা ১৬ হাজার ফুট উচ্চতা থেকে

Megh Bristy

নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ

Megh Bristy

ইসরাইলি বাধাকে চোখ রাঙানোর পর, আল আকাসায় প্রথম তারাবি পড়লেন মুসলিম জনগণ।

Megh Bristy

Leave a Comment