ইসলাম ধর্ম

নতুন টাকার কেনাবেচা নাজায়েজ

নতুন টাকার কেনাবেচা নাজায়েজ

নতুন টাকার কেনাবেচা

ঈদের মৌসুমে বখশিশ বা সালামি দেওয়ার জন্য অনেকেই নতুন টাকা কেনে। মূল মূল্যমানের  চেয়ে বেশি দাম দিয়ে এসব টাকা কিনতে হয়। ইসলামে এক প্রকারের দুটি জিনিস কমবেশি ক্রয়-বিক্রয় করা নাজায়েজ। কারন এ রকম লেনদেনে অতিরিক্ত অংশ সুদ হয়ে যায়। তাই নতুন টাকার এ রকম কেনাবেচা নাজায়েজ।

একেবারে অপারগতার ক্ষেত্রে নতুন টাকা সংগ্রহ করার পরিশ্রম বাবদ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে। শর্ত হলো স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে নতুন টাকা সংগ্রহের পারিশ্রমিক হিসেবে, নতুন টাকার মূল্য হিসেবে নয়।

কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া এ রকম লেনদেন থেকেও বিরত থাকা উচিত। সাধারণত সরকারি ব্যাংকগুলো থেকে অতিরিক্ত মূল্য ছাড়াই নতুন টাকা সংগ্রহ করা যায়। তাই নতুন টাকার জন্য এ রকম সুদি ও সন্দেহপূর্ণ লেনদেনে জড়িত হওয়ার কোনো যুক্তি নেই।

 

Related posts

কাজের পরিশুদ্ধি অন্তরের পরিশুদ্ধির ওপর নির্ভর করে।

Asma Akter

টয়লেটে অজু করলে দুয়া পড়া যাবে কি?

Asma Akter

খাওয়ার সুন্নত পদ্ধতি ও বিধান

Asma Akter

Leave a Comment