ইসলাম ধর্ম

মানুষকে পুনরায় জীবিত করবে

মানুষকে পুনরায় জীবিত করবে

মানুষকে পুনরায় জীবিত করবে

মানুষকে পুনরায় জীবিত করবে সুরা নাজিআতে আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে মানুষকে অবহিত করেছেন কেয়ামত সংঘটিত হবেই। মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করে হবে এবং নিজেদের কাজের প্রতিফল মানুষকে ভোগ করতেই হবে।  তিনি অবশ্যই পৃথিবী ধ্বংস করে দিতে এবং মানুষকে ‍পুনরায় জীবিত করে হিসাব নিকাশের জন্য জমা করতে সক্ষম।

মানুষকে পুনরায় জীবিত করবে

সুরা নাজিআতের ৩৪-৪৬ আয়াত

(৩৪)
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى

অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

(৩৫)
يَوْمَ يَتَذَكَّرُ الإنسان مَا سَعَى

অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

(৩৬)

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَى

এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

(৩৭)َ
أَمَّا مَنْ طَغَى

তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

(৩৮)
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا

এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

(৩৯)
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى

তার ঠিকানা হবে জাহান্নাম।

(৪০)
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى

পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

(৪১)
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى

তার ঠিকানা হবে জান্নাত।

(৪২)

يَسْأَلونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا

তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

(৪৩)
فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا

এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

(৪৪)
إِلَى رَبِّكَ مُنْتَهَاهَا

এর পরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

(৪৫)
إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

(৪৬)
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

আরও জানতে ক্লিক করেন

নবিজির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

মুসলমানদের মৌলিক বিশ্বাস

১. পরকাল, হিসাব ও প্রতিদানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস, পরকালে অবিশ্বাসী হয়ে  মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য।

২. মানুষ কেয়ামতের দুটি দলে বিভক্ত হবে। যারা ইমানদার, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করেছে ও আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়েছে, তারা জান্নাতে যাবে। অবিশ্বাসী ও পাপাচারীরা জাহান্নামে যাবে।

Related posts

নারীদের হাত ও পায়ের লোম তুলে ফেলার বিষয়ে ইসলাম কি বলে

Asma Akter

কেরাতের সাধারণ ভুলে নামাজ নষ্ট হয় না

Asma Akter

ইসলামে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি

Asma Akter

Leave a Comment