ইসলাম ধর্ম

নামাজের সময়সূচি: ৮ মে ২০২৪

নামাজের সময়সূচি

নামাজের সময়সূচি

আজ বুধবার, ৮ মে ২০২৪ ইংরেজি, ২৫ বৈশাখ ১৪৩০ বাংলা, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরি। নিচে নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

ফজর- ৩:৫৯ মিনিট।
জোহর- ১১:৫৯ মিনিট।
আসর- ৪:৩১ মিনিট।
মাগরিব- ৬:৩৫ মিনিট।
ইশা- ৭:৫৪ মিনিট।

আজ সূর্যাস্ত- ৬:৩২ মিনিট।
আজ সূর্যোদয়- ৫:১৯ মিনিট।

নামাজ সম্পর্কে হাদিস

’আবদুল্লাহ (রাঃ) বিন মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো,

হে আল্লাহর রসূল! আমি মদীনার উপকণ্ঠে এক মহিলার সাথে সঙ্গমে লিপ্ত হওয়া ছাড়া আর সব রসাস্বাদন করেছি।

আমি আপনার দরবারে উপস্থিত, তাই আমার প্রতি এ অপরাধের কারণে যা শাস্তি বিধান করার তা আপনি করুন।

’উমার (রাঃ) বললেন, আল্লাহ তোমার অপরাধ ঢেকে রেখেছিলেন। তুমি নিজেও তা ঢেকে রাখতে (আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তবে তা উত্তম হতো)।

বর্ণনাকারী [’আবদুল্লাহ (রাঃ)] বলেন, নবী (সাঃ) তার কথার কোন উত্তর দিলেন না। তাই লোকটি উঠে চলে যেতে লাগলো।

অতঃপর  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তার পিছনে লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং তার সামনে এ আয়াত পাঠ করলেন- (অর্থ) ’’সালাত কায়িম কর দিনের দু’ অংশে, রাতের কিছু অংশে।

নিশ্চয়ই নেক কাজ বদ কাজকে দূর করে দেয়, উপদেশ গ্রহণকারীদের জন্য এটা একটা উপদেশ’’- (সূরাহ্ হূদ ১১: ১১৪)। এ সময় উপস্থিত এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী!

এ হুকুম কি বিশেষভাবে তার জন্য। উত্তরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সকল মানুষের জন্যই। (মুসলিম)

ইবনু মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি এক মহিলাকে চুমু দিয়েছিল।

তারপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বিষয়টি বললো। এ সময়ে আল্লাহ ওয়াহী নাযিল করেন

وَاَقِمِ الصَّلَاةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ اِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّاتِ

’’সালাত  ক্বায়িম কর দিনের দু’ অংশে, রাতের কিছু অংশে। নিশ্চয়ই নেক কাজ পাপ কাজকে দূর করে দেয়’’- (সূরাহ্ হূদ ১১: ১১৪)। (বুখারী ও মুসলিম)[1]

 

Related posts

ইসলামে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি

Asma Akter

দীনি জ্ঞানে বিশেষজ্ঞতা অর্জন করা ব্যক্তি থাকা জরুরি

Asma Akter

আল্লাহ বলেছেন, ‏যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব

Asma Akter

Leave a Comment