ইসলাম ধর্ম

মুমিনদের আখেরাতের বিভিন্ন নেয়ামত

মুমিনদের আখেরাতের বিভিন্ন নেয়ামত

মুমিনদের আখেরাতের বিভিন্ন নেয়ামত

মুমিনদের আখেরাতের বিভিন্ন নেয়ামত সুরা মুতাফফিফীন‌ কোরআনের ৮৩তম সুরা, এর আয়াত সংখ্যা ৩৬টি। সুরা মুতাফফিফীন‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। ‘মুতাফফিফীন’ শব্দটি ‘মুতাফফিফ’ শব্দের বহুবচন, অর্থ ওজনে কম দেয় এমন ব্যক্তি। ওজনে কম দেয় এমন ব্যক্তিদের শাস্তির ঘোষণা দিয়ে শুরু হয়েছে সুরাটি। সুরাটিতে আরও আলোচিত হয়েছে, কেয়ামতের দিনের ভয়াবহতা, নেক ও বদ আমলকারীদের আখেরাতের ঠিকানা, মুমিনদের আখেরাতের বিভিন্ন নেয়ামত, কাফেরদের শাস্তি ইত্যাদি।

সুরা মুতাফফিফীনের ১-৬ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন

(৭)
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ

(৮)

وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ

আপনি জানেন, সিজ্জীন কি?

(৯)

كِتَابٌ مَرْقُومٌ

তা চিহ্নিত আমলনামা।

(১০)

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,

(১১)

الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ

যারা কর্মফল দিবসকে অস্বীকার করে,

(১২)

وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী এটা অস্বীকার করে;

(১৩)

إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, এটা আদিকালের উপকথা।

(১৪)
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।

(১৫)
كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ

কখনও না, তারা সেদিন তাদের রবের থেকে পর্দার অন্তরালে থাকবে।

(১৬)

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا الْجَحِيمِ

অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

(১৭)
ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ

এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই:

  •  পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। সিজ্জিন হলো সমস্ত অকল্যাণ ও মন্দ কাজের নথি বা খাতা; যেখানে শয়তান, কাফের ও ফাসেকদের সব অপকর্মের বিবরণ লিপিবদ্ধ রয়েছে।
  •  মৃত্যুর পর মানুষ পুনরায় জীবিত হয়ে হিসাব-নিকাশের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে এটা যারা বিশ্বাস করে না, যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, আখেরাত অস্বীকার করে, কেয়ামতের দিন তাদের পরিণতি হবে ভয়াবহ।

তারা যা করে, তা তাদের হৃদয়ে মরচে ধরিয়ে দিয়েছে। (সুনানে তিরমিজি: ৩৩৩৪)

  •  কেয়ামতের দিন মুমিন ও নেক বান্দারা আল্লাহকে দেখার মহাসৌভাগ্য লাভ করবে। অবিশ্বাসী ও পাপাচারীরা আল্লাহকে দেখতে পাবে না।

 

Related posts

না জেনে দীনি বিষয়ে কিছু বলা হারাম

Asma Akter

নবিজি (সা.) বলেছেন,তোমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ ভেবো না;

Asma Akter

আল্লাহর নবি ও নেক বান্দারা পরিবার পরিজনদের নামাজের নির্দেশ দিতেন

Asma Akter

Leave a Comment