ইসলাম ধর্ম

অজু ছাড়া কোরআন স্পর্শ

অজু ছাড়া কোরআন স্পর্শ

অজু ছাড়া কোরআন স্পর্শ

অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক।

এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,

اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)

অজু ছাড়া কোরআনের আয়াত লিখলে যদি কোরআনের আয়াত হাতের সাথে লেগে যায়, তাহলে এভাবে অজু ছাড়া কোরআনের আয়াত লেখাও নাজায়েজ হবে।

অজু ছাড়া কোরআন তিলওয়াত

তবে অজু ছাড়া কোরআন তিলওয়াত করা জায়েজ। কোরআন স্পর্শ না করে কেউ যদি কোরআন তিলাওয়াত করে,

তা নাজায়েজ হবে না। একইভাবে অজু ছাড়া কোরআন লেখাও নাজায়েজ হবে না যদি লিখতে গিয়ে হাতের সাথে কোরআনের আয়াত লেগে না যায়।

যেমন, ওযু ছাড়া কোরআনের আয়াত মোবাইলে বা কম্পিউটারের টাইপ করা জায়েজ যেহেতু মোবাইল বা কম্পিউটারে লেখার সময় লেখা থেকে হাত বেশ দূরে থাকে।

অনেকে জানেন না যে, অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যায় কিনা?

কিংবা অপবিত্র অবস্থায় কোরআন শরিফ স্পর্শ করতে শরিয়তের নিষেধ আছে কিনা-এমন প্রশ্ন করে থাকেন অনেকে।

কোনো কিছুকে হারাম ফতোয়া দিতে গেলে অবশ্যই এর স্বপক্ষে কোরআন-হাদীসের দলিল লাগবে।

কোরআন হাদিসের দলিল

যদিও কোরআন হাদিসে এরকম একটি দলিল নেই যে, অযু ব্যতীত কুরআন স্পর্শ করা যাবে না।

অনেকে বিভিন্ন যুক্তি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে-‘অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না’-

আল্লাহ তায়ালা বলেন-‘হে মু’মিনগণ! তোমরা যখন সলাতের জন্য উঠবে, তখন তোমাদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে।

আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে।

তোমরা যদি অপবিত্র অবস্থায় থাক তবে বিধিমত পবিত্রতা অর্জন করবে।’ (আল-মা’ইদাহ: আয়াত ৫:৬)

আল্লাহ তায়ালা ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য অজু করতে বলেছেন।

কিন্তু যদি কেউ অপবিত্র থাকে তাহলে তার কিন্তু স্বাভাবিক অবস্থায় শুধু অজু করে নামাজ আদায় করলে চলবে না। সাধ্যমত পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ গোসল করতে হবে।

Related posts

মানুষকে পুনরায় জীবিত করবে

Asma Akter

আজকের নামাজের সময়সূচি: ২৫ মে ২০২৪

Asma Akter

আজকের নামাজের সময়সূচি: ৬ এপ্রিল ২০২৪

Asma Akter

Leave a Comment