সারাদেশ

ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। হবিবুর রহমান মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮০ ভরি ও বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণ গুলো সীমান্ত এলাকায় আনা হয় বলে তিনি জানান।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Related posts

গ্রাহককে দাঁড় করিয়ে রেখে দেড় ঘণ্টা মোবাইলে গেম খেললেন ব্যাংক কর্মকর্তা!

Suborna Islam

শাবান মাসের চাঁদ দেখা গেছে, যেদিন পবিত্র শবেবরাত

Samar Khan

সোমালিয়া জলদস্যুর কবলে বাংলাদেশী মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ

Megh Bristy

Leave a Comment