খেলা

আশরাফুলকে ছাড়িয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গরলেন লিটন দাস

আইরিশ পেসারদের রীতিমতো কচুকাটা করছেন লিটন দাস। মাত্র ১৮ বলেই স্পর্শ করেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। মোহাম্মদ আশরাফুলের ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছেন লিটন।

২০০৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন আশরাফুল। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন লিটন। অবশ্য আশরাফুলের পরে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও এতদিন লিটনের দখলে ছিল।

এছাড়া বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে এমন কীর্তি গড়েছিলেন ভারতের তারকা এই ব্যাটার।

ক্রিকেটার বল   প্রতিপক্ষ সাল ভেন্যু
লিটন কুমার দাস ১৮ বল আয়ারল্যান্ড ২০২৩ চট্টগ্রাম
মোহাম্মদ আশরাফুল ২০ বল ওয়েস্ট ইন্ডিজ ২০০৭ জোহানেসবার্গ
লিটন কুমার দাস ২১ বল ভারত ২০২২ অ্যাডিলেইড

এদিকে, লিটনের রেকর্ডরাঙা ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান। লিটন অপরাজিত আছেন ৫৪ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার রনির সংগ্রহ ২৭ রান।

টসের পরপরই ঝুম বৃষ্টির শুরু। ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয় উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে এবং ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল। কিন্তু এরপর আবারও সেই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমে দাড়ায় ১৭ ওভারে।

Related posts

আজকের খেলা, ১৯ মার্চ ২০২৪

Asma Akter

কি সুখবর দিলেন তামিম ইকবাল!

Megh Bristy

নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান

Samar Khan

Leave a Comment