প্রবাসী

দুবাইতে গালফ ফুড মেলা শেষ হলো

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শেষ হলো পাঁচ দিনব্যাপী গালফ ফুড মেলা। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ২৮তম এই আসরে বিশ্বের ১২৫ দেশের পাঁচ হাজারেরও বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ঠাঁই হয় বাংলাদেশের ৩৯টি প্রতিষ্ঠানের।

গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিশ্চিত ক্রয় আদেশ এসেছে প্রায় ১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। যা প্রায় ১৫১ কোটি টাকা। এ ছাড়া প্রত্যাশিত ক্রয়াদেশ এসেছে প্রায় ২ কোটি ৪৭ লাখ মার্কিন ডলারের, যা আগামী দিনগুলোতে পণ্য দেয়া সাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আয় করতে পারবে।

মেলা থেকে প্রায় ৭২ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে প্রাণ গ্রুপ। প্রায় ২১ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে সিটি গ্রুপ। এলিন ফুড ও বোম্বে প্রায় ১০ কোটি টাকার মতো নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে।

কর্তৃপক্ষের আশা, এই মেলা বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রসারে বড় ভূমিকা রাখবে।

শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা, কানাডা ও আফ্রিকার দেশগুলো থেকেও ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। চাহিদামতো এসব পন্য রপ্তানি করা গেলে বিশ্বব্যাপী যেমন বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়বে, তেমনই অর্থনীতিতে রাখবে বড় অবদান।

Related posts

বাংলাদেশি শাহিন জিতলেন ৩ কোটি টাকা লটারিতে সৌদি আরবে

Megh Bristy

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

Suborna Islam

কানাডায় মাহবুব ওসমানী পেলেন ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড

Megh Bristy

Leave a Comment