বাংলাদেশে

যানজট কমাতে সাহায্য করবে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ: নসরুল হামিদ

শহরের অভ্যন্তরীণ নৌপথগুলো মানুষের চলাচলের উপযোগী করতে পারলে তা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এতে একই সঙ্গে সময় ও অর্থ দুটিই সাশ্রয় করবে।

আজ শনিবার ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনের সময় এসব কথা বলেন নসরুল হামিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা হলো বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এ খালকে কেন্দ্রে করে একসময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে খালটি মৃতপ্রায় হয়েছে। এটির উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ যোগাযোগব্যবস্থা পুনরায় চালু হবে। ফলে কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমবে। এ ছাড়া অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।

৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ প্রকল্প নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের কার্যক্রম দেখতে আজ সেখানে যান স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Related posts

মা দরজির কাজ করে সংসার চালিয়েছেন, জীবনের প্রথম পুরস্কার পেয়ে আনন্দিত অভিনেতা সেন্টু

Rubaiya Tasnim

টাকা চাওয়া নিয়ে বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

Rishita Rupa

গ্রাহক আপত্তিতে পিছু হটলো গ্রামীণফোন

Samar Khan

Leave a Comment