খেলা

হাঁটুর চোটে এবারের আসরের আইপিএল এর অবসান ঘটলো উইলিয়ামসনের

আইপিএল শুরু হতে না হতেই বড় এক ধাক্কা খেল গুজরাট টাইটানস। মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতলেও সেদিন হাঁটুতে চোট পেয়েছিলেন দলটির কিউই ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন। আজ জানা গেল, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর। উইলিয়ামসনের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবরটি জানিয়েছেন গুজরাটের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি।

মৌসুম ও নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে রুতুরাজের ছক্কা বাঁচাতে গিয়ে চোটে পড়েন উইলিয়ামসন। মাটিতে পড়ার পর হাঁটুতে চোট পান তিনি। সেই ম্যাচে এরপর আর খেলতে পারেননি।

চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের ৫ উইকেটে জেতা সেই ম্যাচে উইলিয়ামসনের বদলি হিসেবে নামেন সাই সুদর্শন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। উইলিয়ামসনের চোট যে গুরুতর, তখনই বোঝা যাচ্ছিল। এরপরও অবশ্য তাঁকে পাওয়া যাবে বলে আশা করেছিল গুজরাট। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।

উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা জানাতে গিয়ে আজ বিক্রম সোলাঙ্কি বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতেই কেইনকে চোটের কাছে হারানোটা দুঃখজনক। আমরা চাই, সে দ্রুত সেরে উঠুক। আশা করছি, খুব শিগগিরই সে আবার মাঠে ফিরবে।’

উইলিয়ামসন এখন নিউজিল্যান্ডে ফিরে যাবেন। তবে তাঁর বিকল্প হিসেবে কাকে নেবে, তা এখনো জানায়নি গুজরাট।

 

Related posts

বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে নতুন দায়িত্বে হাবিবুল বাশার

Megh Bristy

যুবা বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টিনার রুবের্তো

Megh Bristy

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি

Samar Khan

Leave a Comment