বিনোদন

হোয়াটসঅ্যাপে এবার প্রিয়জনের চ্যাট লক করে রাখা যাবে

এবার এক দারুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। প্রয়োজনে নির্দিষ্ট কারও চ্যাট লক করতে রাখতে পারবেন আপনি।

বর্তমানে আট থেকে ৮০ সকলেই সারাদিন ব্যস্ত স্মার্টফোনে। কারণ, কাজের প্রয়োজনেও দিনের একটা বড় সময় ফোন ব্যবহার করতে হয় সকলকে। অফিস ছাড়াও একাধিক ব্যক্তিগত তথ্য থাকে হোয়াটসঅ্যাপে। অনেক সময় প্রিয়জনের সঙ্গে গোপন কথাবার্তাও থাকে।

প্রয়োজনে মাঝে মধ্যেই অন্যের কাছে দিতে হয় ফোন। ফলে গোপনীয়তা নষ্টের একটা আশঙ্কা থেকেই যায়। তবে পরীক্ষা নিরীক্ষা করে এবার সেই সমস্যা সমাধানের উপায় নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, এবার প্রয়োজনে নির্দিষ্ট একজন বা নির্দিষ্ট একটি গ্রুপের চ্যাট আপনি লক করতে পারবেন। কেবলমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ব্যবহার করলে তবেই খুলবে চ্যাট। অর্থাৎ ফোন যদি আপনার কাছে নাও থাকে সেক্ষেত্রেও গোপনীয়তা নষ্টের কোনো আশঙ্কা থাকে না।

শুধু তাই নয়, যাদের চ্যাট লক করা থাকবে তারা যদি লক করা অবস্থায় কোনো ছবি বা ভিডিও পাঠান, তাও সেভ হবে না গ্যালারিতে। তবে আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের ক্ষেত্রে মিলছে এই সুবিধা।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে লক অপশন আগেও ছিল। তবে সেক্ষেত্রে গোটা হোয়াটসঅ্যাপই লক করা যেত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এবার মিলবে বাড়তি সুবিধা।

Related posts

তাহলে শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকার সঙ্গে অভিরূপ

Mehedi Hasan

দর্শকরা মেয়েদের খেলা নয়, অন্য কিছু দেখে : দিব্যা দেশমুখ

Samar Khan

নিকারাগুয়া : জিতলেন বিশ্ব সুন্দরীর মুকুট

Megh Bristy

Leave a Comment