বাংলাদেশে

গোবিন্দগঞ্জে ৭টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দূর্বৃত্তরা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে ৭টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গত শনিবার (২০ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দারা বিষযটি জানতে পারেন। তাদের ধারণা গত শুক্রবার অথবা আগের কোন দিবাগত রাতের আঁধারে চুরির ঘটনা ঘটে। কঙ্কাল চুরির খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার শত শত উৎসুক মানুষ ভিড় জমান কবরস্থানে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে স্থানীয়রা প্রথমে একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। শেয়াল বা কুকুর কবরটি খুঁড়েছে বলে তারা প্রথমে ধারনা করেন। কিন্ত একে একে আরো ছয়টি কবর একইভাবে খোঁড়া দেখে তাদের ধারণা বদলে যায়। কারণ ২/৩ বছরের পুরোনো কবরগুলি খোঁড়া, আবার কোন কোন কবরে নতুন করে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তখন তারা কবর থেকে কঙ্কাল চুরি করা হতে পারে বলে সন্দেহ করেন।

এ ব্যাপারে ক্ষুব্ধ গ্রামবাসী তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি থানায় জানিয়েছি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান, কবর থেকে কঙ্কাল চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কিছু কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Related posts

পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন আরও ১৪০ কর্মকর্তা

Suborna Islam

এমন সাতটি ভাষার বিষয়ে জানবো, যেগুলোর ব্যবহার সবচেয়ে বেশি

Asma Akter

গফরগাঁওয়ে ব্লাস্ট রোগে আক্রান্ত বোরো ধানের ক্ষেত দিশেহারা কৃষক

Rishita Rupa

Leave a Comment