ঢাকা

পড়াশোনার জন্য চাপ দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

সোমবার (২৯ মে) সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।’

পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

Related posts

সংসদে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবদের বেতন ভাতার দাবি

Megh Bristy

৪৫তম বিসিএসে ২ পরীক্ষার্থী বহিষ্কার হলেন যে কারণে

Rishita Rupa

ছেলেসন্তান হওয়ার খবরে চাঁদা না পেয়ে হামলা,গ্রেপ্তার ১০ হিজড়া

Rishita Rupa

Leave a Comment