খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ভাঙলো উদ্বোধনী জুটি

চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে আফগানিস্তান। এরপর সফরকারী অধিনায়ক হাশমত উল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের টেস্ট দলের নেতৃত্বে আছেন লিটন দাস।

জাকির ২ বল খেলে স্কোর বোর্ডে জমা করেছেন ১ রান। ৬ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারালো।

আফগান অধিনায়ক শহিদী বলছেন, গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে লিটন দাস বলেছেন, হ্যাঁ, অবশ্যই।

সাকিব-তামিমকে ছাড়াই একমাত্র টেস্ট সিরিজটি খেলবে বাংলাদেশ। এই ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জাকির হাসান। এছাড়া তামিমের জায়গায় দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

এই ম্যাচে আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে দুজনের। তারা হচ্ছেন- অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের। তবে দলে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

Related posts

আবারো নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

Megh Bristy

টিভিতে দেখুন আজকের খেলা, ১৫ মার্চ ২০২৪

Asma Akter

সুরাইয়া আপা,নারী খেলোয়াড় গড়ার কারিগর

Asma Akter

Leave a Comment