আমেরিকাবিশ্ব

ঘর ভাড়ার টাকা বাঁচাতে বিমানে যাতায়াত করেন এই নারী

সোফিয়া সেলেন্টানো। বয়স ২১ বছর। দু’চোখে বহু সাফল্যের স্বপ্ন নিয়ে পেশাদার কেরিয়ারে পা রেখেছেন। আপাতত ওগিলভি হেল্থে ইনটার্নশিপ করেন তিনি। তবে এই প্রশিক্ষণের জন্য তিনি যে জীবনযাত্রা বেছে নিয়েছেন, তা শুনলে বেশ অবাক হবেন। বাড়ি ভাড়া করে না থেকে প্রতি সপ্তাহে বিমানে যাতায়াত করেন এই তরুণী!

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কিন্তু কেনো প্রতি সপ্তাহে আকাশপথে অফিস যান সোফিয়া? কেনো ভাড়া থাকেন না তিনি?

মার্কিন এই তরুণীর দাবি, বিমানে যাতায়াতে তার যা খরচ হয়, তার থেকে নিউ জার্সির মতো শহরে ঘর ভাড়া নিয়ে থাকতে আরও বেশি অর্থ ব্যয় হবে তার।

বিমান ভাড়া ও ঘর ভাড়ার তুল্যমূল্য হিসেব করে সোফিয়া জানান, পারসিপানিতে গ্রীষ্মকালে ঘর ভাড়া প্রায় দেড় লাখ টাকা। আবার নিউ ইয়র্কে ঘরভাড়া প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা। এরপর খাওয়া-দাওয়া, পেট্রল ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় আরও অনেক। সেখানে বিমান ভাড়া তুলনামূলক কম।

নিজের সামাজিক মাধ্যামের অ্যাকাউন্টে তিনি বলেন, ‘আমি একটা ভিডিও শেয়ার করে আপনাদের জানিয়েছিলাম যে সাউথ ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত কীভাবে আমি আকাশপথে কাজে যাই। সেখানেই হিসেব করে দেখিয়েছি একমাসের ঘর ভাড়ার থেকে বিমানে রাউন্ড ট্রিপ বুক করলে এক সপ্তাহে খরচ অনেকটা কম হয়। তাছাড়া আলাদা করে অন্য জায়গায় থাকার প্রয়োজনও পড়ে না।’

সোফিয়ার এই পোস্ট রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। অনেকেই লিখেছেন, ‘ইচ্ছা থাকলে ঠিক উপায় বেরিয়েই যায়।’; কেউ কেউ বলছেন, ‘সোফিয়া যা করেছেন, তাতে অনেকেই অনুপ্রেরণা পাবে। খরচ বাঁচিয়ে কীভাবে কাজে মন দেওয়া যায়, তার আদর্শ দৃষ্টান্ত হতে পারেন সোফিয়া।’

Related posts

গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করলে, (সাইনআপ) সব যন্ত্রে গুগল ফটোজের লক ফোল্ডার আনা যাবে

Asma Akter

ন্যাট্রন হ্রদ! যেখানে কোনো প্রাণী পড়লেই পাথর হয়ে যায়।

Megh Bristy

ভুয়া তথ্য সরাতে মেটা-টিকটককে নির্দেশ দিয়েছে ইইউ

Samar Khan

Leave a Comment