সর্বশেষ

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষাও শুরু হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার পিএসসির একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে পিএসসি। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Related posts

‘কল্পনার জগতে প্রতিদিন পুরুষের সঙ্গে প্রেম করতেন ওবামা’

Rubaiya Tasnim

নাটোরে এক নারীর শরীরে অ্যাসিড নিক্ষেপ

Megh Bristy

রোজা অবস্থায় প্রয়োজন হলে ইউরিন ক্যাথেটার ব্যবহার করা যাবে?

Asma Akter

Leave a Comment