আন্তর্জাতিক

ইতিহাসের এই দিনে: চুরি হয়ে যায় সোনার টয়লেট

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সময়টা ২০১৯ সালের সেপ্টেম্বর। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেসে একটি প্রদর্শনী চলছিল। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ১৮ ক্যারেট সোনায় নির্মিত একটি টয়লেট (কমোড)। ব্যবহারযোগ্য এই টয়লেটের নাম ‘আমেরিকা’। দাম প্রায় ৫০ লাখ ডলার। প্রদর্শনীতে যাওয়া একেক দর্শনার্থী বিশেষ এই টয়লেট ব্যবহারের জন্য তিন মিনিট করে সময় পেতেন। তবে ১৪ সেপ্টেম্বর প্রদর্শনী থেকে সোনার টয়লেটটি চুরি হয়ে যায়।

Related posts

স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার আশঙ্কা, ঘরছাড়া হতে হলো অ্যালেক্সাকে

Suborna Islam

প্রাণ গেল ১০ নেপালি ছাত্রের : ইসরাইল-ফিলিস্তিন সংঘাত

Megh Bristy

মালদোভায় কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

Mehedi Hasan

Leave a Comment