ঢাকার খবরবাংলাদেশেলাইফ স্টাইলস্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যসেবা,২৯ টাকার কার্ডে মিলবে

পোশাক শ্রমিকদের কথা মাথায় রেখে এমন কার্ড বাজারে এনেছে মনের বন্ধু,

পোশাক শ্রমিকদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী ও সুলভ করার লক্ষ্যে নতুন পরিষেবা ‘টপ-আপ কার্ড’ নিয়ে এসেছে মনের বন্ধু। ১২ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কার্ডগুলো উন্মোচন করেন অতিথিরা। কম আয়ের, বিশেষ করে পোশাক শ্রমিকদের কথা মাথায় রেখে এই কার্ডগুলো বাজারে এনেছে মনের বন্ধু। নিজেকে সুস্থ রাখতে, মনের যত্ন নিতে কার্ড কিনে সহজেই কাউন্সেলরদের সেবা নিতে পারবেন তাঁরা। ২৯ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যেই কার্ডগুলোয় মিলবে নানা রকম সেবা। গ্রাহক তাঁর সুবিধামতো কার্ড কিনে সেবা নিতে পারবেন। কেউ চাইলে অন্য একজনের সঙ্গে শেয়ারেও কার্ডগুলো ব্যবহার করতে পারবেন।

৯৯ টাকা মূল্যের আরেকটি কার্ডছবি

টপ–আপ কার্ড উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক। তিনি বক্তব্যের শুরুতেই লন্ডন শহরে দেখা এক ভয়াবহ ভাস্কর্যের কথা জানান। প্রজেক্ট ৮৪ নামের এ ভাস্কর্যটি আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক এক ভাস্কর্য। ভাস্কর্যটি দেখার পর নিজের ভেতর হাহাকার ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হওয়ার যে তাড়না তিনি উপলব্ধি করেছিলেন, সেটাও জানালেন। রুবানা হক বলেন, ‘নিজের অনুভূতির ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত। কেননা, অনুভূতি লুকানোর প্রবণতা অনেক সময় পারিপার্শ্বিক আরও অনেক সমস্যাকে পুঞ্জীভূত করে ফেলে।’ বাংলাদেশের মানসিক স্বাস্থ্যখাতের উল্লেখযোগ্য পরিসংখ্যান ও গবেষণার অপ্রতুলতা নিয়েও তিনি আক্ষেপ করেন।

Related posts

লম্পট আজিজের ফাঁদে বহু নারীর সর্বনাশ

Megh Bristy

জাতির পিতা বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প

Suborna Islam

ফ্রিজের সমস্যা এড়াতে ফ্রিজ কেনার সময় মনে রাখুন কয়েকটি টিপস-

Asma Akter

Leave a Comment