বাংলাদেশেসর্বশেষ

ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে নাসরিন (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরীর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। গত শুক্রবার রাতে হরষপুর রেলস্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই কিশোরী নিহত হয়।

নাসরিন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের গাজী রহমানের মেয়ে। নাসরিন মানসিক রোগী ছিলেন।
নিহত নাসরিনের বাবা গাজী রহমান জানান, নাসরিন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করেও নাসরিন খোঁজ মিলেনি। দুদিন পর শনিবার বেলা ১০টার দিকে হরষপুর রেললাইন পাশ থেকে নাসরিনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন পুলিশ। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে নাসরিনের মরদেহ পান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ট্রেনে কাটে পড়ে ওই কিশোরী নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

Related posts

মৌমাছি এখন প্রায় বিলুপ্তির পথে

Rubaiya Tasnim

টিভিতে দেখুন আজকের খেলা, ১১ মার্চ, ২০২৪

Asma Akter

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সুলতান ইব্রাহিম।

Megh Bristy

Leave a Comment