ইসলাম ধর্মসারাদেশ

১১ বছরের মাহিদুর,৭ মাসে হাফেজ হলো

মাত্র সাত মাসে হাফেজ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী মাহিদুর রহমান (১১)। সে জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মাহিদুর রহমান জাগো নিউজকে বলেন, নামাজ আর কোরআন পড়া ছাড়া অন্য কোনো কাজ করি না। আমার শিক্ষকরা আমাকে অনেক আদর করে। এতে কোরআন পড়ার প্রতি আরও বেশি আগ্রহ হয়। তাই সবাই দিনে ২-৩ পৃষ্ঠা কোরআন পড়লেও আমি পরি ১২-১৫ পৃষ্ঠা। এভাবেই আমার এগিয়ে যাই।

নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. মাহমুদ হাসান বলেন, আমার ছাত্র ও শিক্ষকতার জীবনে কোনো শিক্ষার্থীর এমন মেধা দেখিনি। এ মেধা আমরা কাজে লাগিয়েছি।

মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে কোরআনের হাফেজ হতে আড়াই থেকে তিন বছর সময় লাগে। কিন্তু মাহিদুর রহমানকে আল্লাহ অনেক বেশি মেধা দিয়েছেন। এ জন্য সে মাত্র সাত মাসে কোরআনের হাফেজ হয়েছে।

মাদরাসার দাতা সদস্য আনসার আলী জানান, মাহিদুর সাত মাসে কুরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। আমি যখন এ প্রতিষ্ঠানটি গড়ে তুলি তখন আমার এমন ইচ্ছে ছিল। আমার ইচ্ছে পূরণ হয়েছে।

 

Related posts

সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে

Asma Akter

মানুষ যখন সিজদা করে,তখন শয়তান দুঃখে কেঁদে ফেলে

Asma Akter

‘শরিফ শরীফার গল্প’ নিয়ে যে সিদ্ধান্ত হলো

Samar Khan

Leave a Comment