বিশেষ সংবাদ

মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশত মানুষ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের একটি পাগলা কুকুর রবিবার সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অনেকেই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

হোগলপাতিয়া গ্রামের শামীম নামে একজন কুকুরের কামড়ে আহত রোগী জানান, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকেসহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড়ায়। হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না। তানিয়া নামে এক রোগী জানান, একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিড়ে ফেলছে। এই কুকুরটাকে মেরে ফেলা উচিত।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, কুকুরের কামড়ে আহত অর্ধশত ব্যক্তি এখানে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককই ভর্তি করা হয়েছে। কুকুরের কামড়ের ভ্যাকসিন দেয়া হচ্ছে সবাইকে।

Related posts

জেনে নিন বাংলাদেশের বাজারে Pulsar N250 এর মূল্য।

Samar Khan

মৃত্যুর আগে প্রাক্তনকে কাছে চান স্ত্রী, ইচ্ছে পূরণ করলেন স্বামী

Rishita Rupa

বিকেলে চালু হবে এনআইডি সার্ভার

Mehedi Hasan

Leave a Comment