জাতীয়ঢাকাবাংলাদেশেসর্বশেষ

ডাবল ডেকার বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে , ভাড়া ৩৫ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ব্যতীত গণপরিবহনের খুব একটা সাড়া না মেলায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। প্রথম দফায় এক্সপ্রেসওয়েতে বিআরটিসির আটটি ডাবল ডেকার (দোতলা) বাস চলাচল করবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রথম দফায় উড়ালসড়ক হয়ে একটি রুটেই নিয়মিত বাস চলাচল করবে। খেজুরবাগান থেকে বিজয় সরণি হয়ে বিমানবন্দরের কাওলায় নেমে বাস যাবে উত্তরা জসিমউদদীন পর্যন্ত। এই ১১ দশমিক ৪ কিলোমিটার রুটে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, সোমবার থেকে প্রাথমিকভাবে আটটি ডাবল ডেকার বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরিচালনা করা হবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে।

 

Related posts

রঙিন ফুলকপি কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী?

Asma Akter

পঞ্চম শ্রেণির ছাত্র শখ পূরন করতে টাকা চুরি করে বান্ধবীদেরকে নিয়ে কক্সবাজারে

Megh Bristy

মিনারের বিসিএস জয়ের গল্প

Megh Bristy

Leave a Comment