বাংলাদেশেসর্বশেষসারাদেশস্বাস্থ্য

একদিনে সর্বোচ্চ ২২৪ শনাক্ত,চট্টগ্রামে ডেঙ্গুতে ২ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে চলতি বছর জেলায় একদিনে রেকর্ড ২২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবারের (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সামশুল হক (৬৪) এবং চাঁদনী আকতার (১০) নামের দুজন ডেঙ্গুরোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে জেলায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

এ বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৫৩ জন। বাকি ৮ হাজার ৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৮৯ জন সরকারি হাসপাতালে এবং ১৩৫ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩১ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৩৭ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) ৩০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২৪ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২২ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ১৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার দুজন মারা গেছেন। তাদের মধ্যে চাঁদনী গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। আর সামশুল ইসলাম ভর্তি হন বুধবার সকালে।

Related posts

অবিবাহিত পুরুষ বেশি যে বিভাগে

Megh Bristy

টিভিতে দেখুন আজকের খেলা, ১৬ মার্চ ২০২৪

Asma Akter

শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা সাংবাদিকদের সাথে

Asma Akter

Leave a Comment