আমরা প্রায় প্রতিদিনই সালাদ ও বিভিন্ন খাবারের সঙ্গে শসা খাই। তাছাড়া আমাদের ডায়েটে সবচেয়ে বেশি প্রচলিত ফল হল শসা। আমরা সাধারণত শসার খোসা ছাড়িয়ে খাই। এই খোসা ফেলে না দিয়ে গাছের টবে দিলে গাছ ভালো থাকে।
কাঁচের পাত্রে পানি নিন। তাতে কিছু শসার খোসা রাখুন। এবার পাত্রটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিন ৫ দিনের জন্য। ৫ দিন পর পানি ছেঁকে আলাদা করে নিন। এই পানি ব্যবহার করুন গাছের পরিচর্যায়। ছবি: সংগৃহীত
শসার খোসা ভেজানো পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস থাকে। ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে। প্রতি তিন সপ্তাহে গাছের গোড়ায় এই পানি দিতে পারেন। ছবি: সংগৃহীত
কড়া রোদে খুব ভালো করে শসার খোসা শুকিয়ে নিন। পুরো শুকিয়ে নিলে সেই খোসা পুড়িয়ে নিয়ে ছাই তৈরি করুন। গাছের গোড়ায় এই ছাই দিলেও তা গাছের জন্য উপকারী। গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
গাছের মাটিতে মেশাতে পারেন শসার খোসা। এর ক্ষারীয় গুণের সুবাদে পোকামাকড় দূরে থাকে। পিঁপড়ার উপদ্রব কম হয়। ছবি: সংগৃহীত