চলচ্চিত্রসর্বশেষ

ফিরোজা জামদানি শাড়ি পরে হাজির হয়েছিলেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা।

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২২–এর অনুষ্ঠানে ফিরোজা জামদানি শাড়ি পরে হাজির হয়েছিলেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। জানালেন, শাড়িটির দাম ১ লাখ টাকা। এই অনুষ্ঠানের জন্যই মূলত শাড়িটি বানিয়েছিলেন তিনি। ট্রেড নামের একটি অনলাইন প্রতিষ্ঠান এই শাড়ি তৈরি করে। শাড়ির সঙ্গে শ্রাবণ্য পরেছিলেন বেগুনি রঙের ব্লাউজ। কানে ছিল বড় দুল আর হাতে চুড়িতে মিষ্টি সাজে পুরোটা সময় স্নিগ্ধ ছিলেন তিনি।

দেশালের কালো জামদানি পরে উপস্থাপকদের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি। খোলা চুলে হালকা আরামদায়ক সাজে মঞ্চে ঘুরে বেড়িয়েছেন তিনি।

এই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনুভা তিশাকেও দেখা যায় জামদানিতে। তাঁর দুই কানে ঝুমকো দুল বেশ নজর কেড়েছে।

ছন্দার পরনে বেগুনি জামদানি

বেগুনি জামদানির সঙ্গে পুঁতির চোকার পরেছিলেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। হাতে সোনার বালা আর কানে সোনালি দুলে বাঙালিয়ানা সাজের ছোঁয়া ছিল তাঁর সাজে।

Related posts

ভুয়া তথ্য সরাতে মেটা-টিকটককে নির্দেশ দিয়েছে ইইউ

Samar Khan

১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার,কুড়িগ্রামে!

Megh Bristy

মার্কিন অর্থমন্ত্রী জানালেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

Suborna Islam

Leave a Comment