বিনোদনসর্বশেষ

সাকিবের ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে ৬টি ভাষায়

Pickynews24

শুটিং শুরুর আগেই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে এই পরিচালক নির্মাণ করছেন ‘দরদ’ সিনেমা। ইতোমধ্যেই এই সিনেমায় কারা অভিনয় করবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে। 

এবার অনন্য মামুন জানালেন, আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে।

এই নির্মাতা বলেন, ‘দরদ’-এর শুটিং শুরু ২০ অক্টোবর। নভেম্বরের মাঝেই শুটিং শেষ। ৬টি ভাষায় ২৪টি দেশে এক সাথে মুক্তি পাবে এটি। মুক্তির তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। আরও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Related posts

‘ইসরাইলপন্থি’ কফি কাপ নিয়ে ক্যামেরায়, টিভি উপস্থাপিকা বরখাস্ত

Suborna Islam

ঝুড়ি ভাইরা: বড় বাঁশের পাত্রে ৮৯বছর বয়সী মাকে নিয়ে হাসপাতালে

Megh Bristy

নেই সাকিব, নেই ম্যাক্সওয়েল, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Samar Khan

Leave a Comment