ইসলাম ধর্ম

ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহিহ হাদিস কি বলে।

প্রশ্ন : জীব-জন্তু, পশু-পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহিহ হাদিস কি আছে? দয়া করে রেফারেন্সসহ দিলে খুব উপকৃত হতাম।
উত্তর : রাসূলুল্লাহ সা: এ সম্পর্কে বলেছেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে ছবি অঙ্কনকারীদের’ (বুখারি-৫৯৫০)। এই হাদিসের ভিত্তিতে জীব-জন্তু, পশু-পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানো সবই বড় ধরনের গুনাহ তা বুঝে আসে। এ ধরনের আরো হাদিস বর্ণিত আছে। ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট

Related posts

তাসবিহ পাঠ করা বা জিকির করার সুন্নাহ পদ্ধতি হলো আঙুলে গুণে জিকির করা

Asma Akter

সুরা বাকারার শুরুতে আল্লাহ মুমিন ও মুত্তাকিদের পাঁচটি মৌলিক বৈশিষ্ট্যের কথা বলেছেন

Asma Akter

জানাজার নামাজে দাঁড়িয়ে ‍নিয়ত করে চারটি তাকবির বলা ওয়াজিব বা আবশ্যক।

Asma Akter

Leave a Comment