ইসলাম ধর্ম

অপরের ক্ষতি করা থেকে বিরত থাকা সাদকাহস্বরূপ।

আবু মুসা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘প্রত্যেক মুসলমানের ওপর সাদকাহ করা জরুরি।’ আবু মুসা রা: জিজ্ঞাসা করলেন, যদি সে সাদকাহ করার মতো কিছু না পায় তাহলে? তিনি বললেন, ‘সে তার হাত দ্বারা কাজ করে (পয়সা উপার্জন করবে) অতঃপর তা থেকে সে নিজে উপকৃত হবে এবং সাদকাও করবে।’ পুনরায় আবু মুসা রা: বললেন, যদি সে তাও না পারে? তিনি বললেন, ‘যেকোনো অভাবী বিপন্ন মানুষের সাহায্য করবে।’ আবু মুসা রা: বললেন, যদি সে তাও না পারে? তিনি বললেন, ‘সে মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে।’ আবু মুসা রা: বললেন, যদি সে এটিও না পারে? তিনি বললেন, ‘সে (অপরের) ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারণ, সেটিও হলো সাদকাহস্বরূপ।’
-বুখারি-১৪৪৫, ৬০২২, মুসলিম-২৩৮০

Related posts

আত্মহত্যা একটি কবিরা গুনাহ বা বড় পাপ

Asma Akter

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন

Megh Bristy

ইসলামে পান ও জর্দা খাওয়া্র বিদ্বান

Asma Akter

Leave a Comment