অনলাইন ইনকামটেক নিউজসর্বশেষ

ইফেক্ট তৈরি করে আয়ের সুযোগ করে দিল টিকটক।

  • ইফেক্ট তৈরির জন্য গত বছর ইফেক্ট হাউস চালু করেছে টিকটক। এ প্রযুক্তি দ্বারা অগমেন্টেড (এআর) ফিল্টার ও ইফেক্ট তৈরি করা যায়। ইফেক্ট নির্মাতাদের জন্য গত মে মাসে ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করা হয়েছে।

টিকটকে ইফেক্ট তৈরি করে আয় করার জন্য কমপক্ষে পাঁচটি ইফেক্ট তৈরি করতে হবে। ইফেক্টগুলোর মধ্যে কমপক্ষে তিনটি ইফেক্ট ১০ হাজার ভিডিওতে ব্যবহার করা হলে নির্মাতারা আয়ের যোগ্য হবেন। ইফেক্টগুলো ২ লাখ ভিডিওতে ব্যবহার করা হলে অর্থ দেবে টিকটক। পূর্বে এ সংখ্যা ৫ লাখ ছিল। আগের নিয়মে ১ লাখের বেশি ভিডিওতে ইফেক্ট ব্যবহার করা হলে অর্থ পরিশোধ করত টিকটক। কিন্তু এখন ৯০ দিনের মধ্যে নির্মাতাদের অর্থ পরিশোধ করা হবে।Pickynews24

Related posts

ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা গাজা শহর ঘেরাও করেছে

Megh Bristy

আদিপুরুষ: কেন দর্শকরা বলিউডের এই মহাকাব্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালেন?

Megh Bristy

সৌদি আরবে চালু হচ্ছে মদের দোকান

Megh Bristy

Leave a Comment