ইসলাম ধর্ম

কাপড় কি অপবিত্র হবে?দুধের শিশুর বমি লাগলে।

pickynews24

দুধের শিশু অর্থাৎ শুধু দুধ খায় এমন শিশুরা ঘন ঘন বমি করে। তাদের কোলে নিলে অনেক সময় কাপড়ে বমি লেগে যায়। এ রকম ক্ষেত্রে কাপড় অপবিত্র হয়েছে কি না বোঝার জন্য দেখতে হবে শিশু কি মুখ ভরে বমি করেছে নাকি সামান্য বমি করেছে। দুধের শিশুরা সাধারণভাবে যেমন বারবার একটু একটু করে বমি করে, এই বমি অপবিত্র নয়, কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না।

কিন্তু দুধের শিশু যদি মুখভরে বমি করে, তাহলে দুধের শিশুর বমি বড় মানুষের মুখভরে কৃত বমির মতোই অপবিত্র, ওই বমি কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে এবং সেটাকে ধুয়ে পবিত্র করতে হবে।

বমি কাপড়ে দৃশ্যমান থাকলে যে জায়গায় বমি লেগেছে, সেটুকু ধুয়ে বমি দূর করলেই কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার ধোয়ার অপরিহার্যতা নেই। বমি যদি দৃশ্যমান না হয়, তাহলে কাপড়ের অপবিত্র জায়গাটুকু বা ওই জায়গা শণাক্ত না করা গেলে পুরো কাপড় তিনবার ধৌত করতে হবে।

অপবিত্র কাপড় পবিত্র করার জন্য বালতি বা অন্য কোনো পাত্রে ডুবিয়ে তিনবার ধৌত করার সময় প্রত্যেকবার ধোয়ার পর আলাদাভাবে বালতি ধুয়ে পবিত্র করতে হবে না। তিনবার শুধু পানি বদলে কাপড় ধুয়ে ফেললে কাপড় ও বালতি একসাথে পবিত্র হয়ে যাবে।

Related posts

নামাজের সময়সূচি: ৪ মার্চ ২০২৪

Asma Akter

মোহরানা সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে

Asma Akter

সুরা নাসের ফজিলত ও শিক্ষা

Asma Akter

Leave a Comment