ইসলাম ধর্ম

এক আয়াত বারবার পড়া যাবে কি নামাজে?

Pickynews24

নামাজে কেরাত অর্থাৎ কোরআন থেকে কিছু আয়াত পড়া ফরজ। আল্লাহ নামাজে কোরআন পড়ার নির্দেশ দিয়ে বলেছেন,

فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ

তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়। (সুরা মুজ্জাম্মিল: ২০)

নামাজে প্রতি রাকাতে কেরাত পড়া ফরজ। সুরা ফাতেহা পড়া ও সুরা মেলানো ওয়াজিব। সামর্থ্য থাকার পরও কেউ যদি কোনো রাকাতে কুরআন থেকে কিছুই না পড়ে, তাহলে ওই রাকাতটি পূর্ণ হবে না। ভুল করে সুরা ফাতেহা বা ফাতেহা-পরবর্তী কেরাত না পড়লে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দিলে নামাজ আবার পড়া ওয়াজিব হবে।

ফরজ নামাজের কেরাতে কোনো ভুল শুদ্ধ করা, আটকে যাওয়া ইত্যাদি প্রয়োজন বা অসুবিধা ছাড়া সুরা ফাতেহা বা অন্য কোনো সুরার একটি আয়াত বার বার পড়া মাকরুহ। যদিও এটা গুরুতর ত্রুটি নয়, কেউ এ রকম করলে সাহু সিজদা ওয়জিব হবে না। কিন্তু কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে পূর্ণ সুরা ফাতেহা দুবার পড়ে অথবা সুরা ফাতেহার চার/পাঁচ আয়াত পড়ে শেষ করার পর আবার প্রথম থেকে পড়ে, তাহলে ওয়াজিব আদায়ে দেরি হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে।

ফরজ ছাড়া অন্যান্য নফল নামাজে এক আয়াত বারবার পড়া মাকরুহ নয়।

 

Related posts

নামাজের সময়সূচি: ২৪ ফেব্রুয়ারি ২০২৪

Asma Akter

খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া নাজায়েজ নয়

Asma Akter

অজু করার নিয়ম কানুন

Suborna Islam

Leave a Comment