বিনোদনসর্বশেষ

আজ প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন।

Pickynews24

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন।

প্রেম সবার জীবনেই আসে। তবে সবাই প্রেম করে সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশি। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। এ যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা।

তার চেয়ে বরং প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়? অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় দ্বিতীয়টি নেই। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে লাভ। তার চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই উত্তম।

প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। অতীত ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। সবাই যেন এই দিনটিতে প্রাক্তনকে জানাতে পারে, ক্ষমা করে দিলাম।

Related posts

জাপানে ভয়াবহ ভুমিকম্পের সম্মুখীন হলেন জুনিয়র এনটিআর!

Suborna Islam

হাইস্কুল শিক্ষার্থীদের বিনা খরচে একবছর পড়াশোনা করাবেন আমেরিকার ইয়েস প্রোগ্রাম

Rubaiya Tasnim

রওশন এরশাদ বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোক নয় উৎসবের দিনও

Asma Akter

Leave a Comment