বিজ্ঞানসর্বশেষ

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। দিন দিনে এই উপগ্রহ পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। চাঁদ বছরে ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

১৯৬৯ সালে নাসা যখন চাঁদে মহাকাশচারী পাঠিয়েছিল, তখন বিজ্ঞানীরা চাঁদের মাটিতে প্রতিফলক প্যানেল বসিয়ে রেখেছিল। তাতেই ধরা পড়েছে বছর বছর চাঁদের সরে যাওয়ার ঘটনাটি।

 

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর মিলানকোভিচ চক্রের কারণেই চাঁদ ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে। পৃথিবীতে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের জন্যও এই চক্র দায়ী।

 

Related posts

জেনে নিন, দাঁত মাজার উপযুক্ত সময় কোনটি?

Asma Akter

মুসলিম যুগলের মন্দিরে বিয়ে

admin

মেটা এআই টিম ভেঙে দিল

Rubaiya Tasnim

Leave a Comment