টেক নিউজ

বাংলাদেশে প্রথম অফিস চালু করল থ্যালেস

স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা এবং জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে বিশেষজ্ঞ, শিল্প এবং সরকারের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় ফরাসি কোম্পানি থ্যালেস। এই লক্ষ্যমাত্রা বাস্তবে রূপ দেওয়ার জন্য নিবিড় সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে থ্যালেস বাংলাদেশে প্রথম অফিস চালু করল।

বাংলাদেশকে বিমান চলাচলের আঞ্চলিক হাব বা ক্রেন্দ্রবিন্দু করা এবং মহাকাশে বাংলাদেশের আকাঙ্খাকে জোরালোভাবে সমর্থন করে থ্যালেস।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয়ের বাসায় এক অনুষ্ঠানে থ্যালেসের বাংলাদেশ অফিসের ফলক উন্মেচন করা হয়। ফলক উন্মোচনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে থ্যালেসের এশিয়া-ল্যাটিন আমেরিকা অঞ্চলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গাই বোনাসি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বেশ কিছু গ্রাহকসহ বড় সংখ্যক অংশীজন।

Related posts

19 অক্টোবর আসছে ওয়ানপ্লাস ফোল্ডেবল ফোন ‘ওপেন’

Samar Khan

Lava Agni 2 5G-এর দাম কমলো

Rubaiya Tasnim

 ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এসেছে ইমো

Samar Khan

Leave a Comment