তথ্যপ্রযুক্তিসর্বশেষ

ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সোমবার ও বুধবার ২০ ঘণ্টার জন্য

Pickynews24

গতকাল রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) আজ সোমবার ও বুধবার ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। অন্যদিকে রাজধানীর খাজা টাওয়ারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটে। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রতিষ্ঠানগুলো সাময়িক সময়ের জন্য তাদের ডেটা সেন্টার অন্যত্র সরিয়ে নিয়েছে। অস্থায়ী সেসব ডেটা সেন্টারের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Related posts

স্মার্টওয়াচে 4GB স্টোরেজ, দাম মাত্র 4,999 টাকা

Rubaiya Tasnim

সচল রাখতে যা করবেন ,১ ডিসেম্বর জিমেইলের কনটেন্ট মুছে ফেলা শুরু

Rubaiya Tasnim

ফাইভজি প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা ভারতে

Rubaiya Tasnim

Leave a Comment