তথ্যপ্রযুক্তিসর্বশেষ

যেভাবে জানবেন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ ব্লক করেছে কিনা

Pickynews24

এটা জানার কিছু উপায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে তুলে ধরেছে।

অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কিনা।

কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এই তথ্য লুকিয়ে রাখবে।

মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।

কল ঢুকবে না 
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।

যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে উপরের একাধিক বিষয়গুলোর চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ তবে এই লক্ষণগুলি পুরোপুরি প্রমাণ করে না যে, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।

উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।

Related posts

২৩ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Megh Bristy

যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

Suborna Islam

রমজানে অফিসের নতুন সময়সূচি

Megh Bristy

Leave a Comment