ইসলাম ধর্ম

মৃত বাক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ

Pickynews24

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল (সা.)–এর কাছে যখন কোনো ঋণী ব্যক্তির মরদেহ জানাজার জন্য উপস্থিত করা হতো, তিনি জিজ্ঞেস করতেন, তিনি তাঁর ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সম্পদ রেখে গেছে কিনা। যদি জবাব হতো যে তিনি তাঁর ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছেন, তখন তিনি তাঁর জানাজা পড়াতেন। নয়তো বলতেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা আদায় করে নাও।

পরে আল্লাহ যখন তাঁর বিজয়ের দরজা উন্মুক্ত করে দেন, তখন তিনি বললেন, আমি বিশ্বাসীদের জন্য তাদের নিজের চেয়েও বেশি নিকটবর্তী। তাই কোনো বিশ্বাসী ঋণ রেখে মারা গেলে সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি সম্পদ রেখে যায়, সে সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য।

Related posts

কেরাতে কোরআনের ধারাবাহিকতা দুভাবে নষ্ট হতে পারে

Asma Akter

সিগারেট খেলে কি নামাজ হবে?

Asma Akter

বিয়ে করলে কি রিজিক বাড়ে?

Suborna Islam

Leave a Comment