খেলা

সেমিফাইনালে উঠতে যে হিসাব মেলাতে হবে পাকিস্তানের

বৃষ্টিভাগ্য বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে পাকিস্তানের। তার সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছিলেন ওপেনার ফখর জামান। এই দুয়ের মিশেলে ৪০১ রান করা সত্ত্বেও নিউজিল্যান্ড ডিএল মেথডে ২১ রানে হেরে যায়। এমন জয় পেলেও সেমিতে উঠতে কিছু হিসাব মেলাতে হচ্ছে বাবর আজমদের। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেখানে জয় ছাড়াও পাকিস্তানকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।

এখনও পর্যন্ত বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে দু’টি দল। ৭ ম্যাচের সবকটিতে জয় নিয়ে শীর্ষে রয়েছে ভারত। একটি কম জিতে দক্ষিণ আফ্রিকা দুইয়ে রয়েছে। এই দুটি দল বাদে আর কেউ এখনও সেমিফাইনালে উঠতে পারেনি। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। সে হিসেবে তাদের একটি ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও পাকিস্তানের সমান পয়েন্ট ৮ করে। নেট রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে রয়েছে কিউইরা।

Related posts

ভারত-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড : ডিজনি প্লাস হটস্টারের দাবি

Suborna Islam

‘আফগানিস্তানকে দেখে শেখা উচিত বাংলাদেশের’ : শেবাগ

Suborna Islam

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Suborna Islam

Leave a Comment